October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 7th, 2021, 8:46 pm

রাজবাড়ীতে পদ্মার পানি কমলেও ভাঙনের আতঙ্ক

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

কমতে শুরু করেছে রাজবাড়ী অংশের পদ্মার পানি। পানি কমলেও দূর হচ্ছে না বন্যা কবলিতদের ভোগান্তি। নতুন করে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এ ছাড়া দীর্ঘদিন পানিবন্দি থাকায় অসহায় হয়ে পড়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার  (৭ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী তিনটি গেজ স্টেশন পয়েন্টেই কমেছে পদ্মার পানি। গোয়ালন্দের দৌলতদিয়ায় ১০ সেন্টিমিটার কমে ৬২ ও রাজবাড়ী সদরের মহেন্দ্রপুরে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৯ ও পাংশার সেনগ্রামে ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকায় চলাচল, থাকা-খাওয়া, বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিলেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত না বলে অভিযোগ রয়েছে। জেলায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি পরিবারের ৪০ হাজারের মতো মানুষ পানিবন্দি রয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, তালিকা অনুযায়ী ত্রাণ কার্যক্রম চলছে। পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। পর্যায়ক্রমে সব পানিবন্দি পরিবার ত্রাণ সহায়তা পাবেন বলে জানান তিনি।