October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 25th, 2022, 12:14 pm

রাজশাহীতে আ’লীগের সম্মেলনে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকা থেকে মেরাজুলকে গ্রেপ্তার করে ডিবি।
এর আগে সোমবার বাঘা উপজেলায় দলটির ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। এদিন সকাল ১১টার দিকে উপজেলার শাহদৌলা সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঞ্চে অতিথিরা বসার পর সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলীর সমর্থকরা তাদের সামনে তার নাম ধরে স্লোগান দিতে থাকেন।
এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহরিয়ার আলম এবং আক্কাস আলীর সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।
পরবর্তীতে সোমবার রাতে এ ঘটনায় ৮২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়।

—-ইউএনবি