October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 6th, 2023, 9:18 pm

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন

বিএনপি জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজশাহীর মোহনপুর উপজেলায় পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ৩টায় উপজেলার মৌগাছি নন্দনহাট মোড়ে এই ঘটনা ঘটে। এসময় ট্রাকটি পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা ট্রাকটির আগুন নেভায়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে একটি পণ্যবাহী ট্রাক বাগমারা উপজেলার উদ্দেশে রওনা হয়। ট্রাকে মুরগির খাওয়ার ফিড ছিল। মোহনপুর নন্দনহাট এলাকায় পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ভাঙচুর করে এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ওসি আরও বলেন, ট্রাকে তিনজন ছিল। আগুন দেখে সবাই দৌড়ে পাশের বিলে পালিয়ে যায়। স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও; ব্যক্তিগত গাড়ি এবং কিছু আন্তঃজেলা বাস চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রী সংখ্যা কম।

—-ইউএনবি