October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 14th, 2021, 1:02 pm

রাজশাহীতে পাটখেতে নারীর গলা কাটা লাশ, ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পাট খেত থেকে নারীর গলা কাটা ও হাতের রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কারিগরপাড়া কমিউনিটে ক্লিনিকের পেছনের পাট খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আতিকা খাতুন (৪৮) উপজেলার কারিগরপাড়ার মৃত আতাহার আলীর স্ত্রী। আতিকা চার সন্তানের জননী। তাদের নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন আতিকা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বিকালে ছাগাল নিয়ে মাঠে গিয়ে আর ফিরে আসেনি আতিকা। তবে সন্ধ্যার আগে ছাগলগুলো বাড়ি চলে আসে। সন্ধ্যা পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন মাঠে গিয়ে তাকে খোঁজাখোঁজি করে। এক পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের পেছনে পাট ও ভুট্টা খেতের মাঝে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি জানান, লাশের গলাকাটা ছাড়াও তার বাম হাতের কব্জির রগ কাটা রয়েছে। এছাড়াও তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।