October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 17th, 2021, 6:34 pm

রাজশাহীতে পুলিশের এএসআই আটক, ৪০০ ইয়াবা জব্দ

রাজশাহীর চারঘাটে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর এলাকা থেকে আটকের সময় ৪০০ পিস ইয়াবা জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক এএসআই’র নাম পাঞ্জাব আলী। তিনি জেলার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। এর আগে চারঘাট মডেল থানায় দীর্ঘদিন এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে চারঘাট ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জয়নাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর পুরাতন বিওপির সামনে অভিযান চালিয়ে এএসআই পাঞ্জাব আলীকে আটক করা হয়। এ সময় তাঁর মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পাঞ্জাব আলীকে আটকের পর থানায় মামলা করেছে বিজিবি।

—ইউএনবি