November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 9th, 2023, 2:15 pm

রাজশাহীতে বিএসএফের গুলিতে কিশোর আহত

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে বিএসএফের গুলিতে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার চর আষাড়িয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। ওবাইদুল্লাহ (১৪) ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।

আহত ওবাইদুল্লাহ’র বাবা গোলাম রসুল জানান, আমার ছেলে সকাল সাড়ে ১০টার দিকে চর আষাড়িয়াদহ এলাকার ভারতীয় সীমান্তের নিকট আমার জমির ধান দেখতে ও গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো। এই সময় ভারতীয় সীমান্ত না বুঝতে পেরে প্রায় ১০ ফিট ভেতরে ঢুকে পরে। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে চলে যেতে বললে কাটা ঘাসগুলো বস্তায় ভরে চলে আসার সময় গুলি করে। এতে করে তার বাম পায়ের উরুতে লেগে গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, তার ছেলে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৬ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

—ইউএনবি