December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 24th, 2021, 2:13 pm

রাজশাহীর কোভিড ইউনিটে এক দিনে রেকর্ড ১৮ মৃত্যু

জেলা প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) কোভিড ইউনিটে আক্রান্তদের মধ্যে এক দিনে রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিয়টি নিশ্চত করে জানান, তাদের আটজনের পজেটিভ আর অন্যরা উপসর্গ নিয়ে মারা যান বলে

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। তাদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাগঞ্জের একজন আর নওগাঁর রয়েছেন চারজন। তাদের চারজন আইসিইউতে ছিলেন।

শামীম ইয়াজদানী বলেন, ১৮ জনের মধ্যে দশজন পুরুষ ও আটজন নারী। ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে আছেন ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের চারজন।

গত ১ জুন সকাল ৬টা থেকে ২৪ জুন সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের কোভিড ইউনিটে ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানান শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রাজশাহীর ৩৩ জন আর চাঁপাইনবাবগঞ্জের রযেছেন ১০। একই সময় সুস্থ হয়েছেন ৪৩ জন। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে মোট চিকিৎসাধীন রোগী ছিলেন ৪০৪ জন। অন্যদের জন্য মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেড তৈরি করা হয়েছে।