রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে ১৭ অক্টোবর আবাসিক হলগুলি খুলে দেয়া হবে এবং ২০ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইংরেজি বিভাগের অধ্যাপক এবং একাডেমিক কাউন্সিলের সদস্য আবদুল্লাহ আল মামুন এটা নিশ্চিত করে বলেন, ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আবার খোলা হবে এবং ২০ অক্টোবর থেকে একাডেমিক কার্যক্রম অফলাইনে শুরু হবে।তবে গ্রীষ্ম ও শীতের ছুটি এই বছর বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
৭ জানুয়ারির নির্বাচন: ৭৩১টি মনোনয়নপত্র বাতিল, ১৯৮৫টি গৃহীত
সরকারি হাসপাতালের ও পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক-এডিবির ঋণ নয়, অনুদান চাই: টিআইবি