November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 15th, 2021, 1:07 pm

রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ডা. সাইফুল ইসলাম বলেন, রামেকে মোট রোগী ছিল ৩০৭ জন। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ জনে। এর মধ্যে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬৭ জন ও করোনা আক্রান্ত রয়েছেন ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।