December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 14th, 2021, 12:35 pm

রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় আরও ১২ মৃত্যু

জেলা প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ১০ জন সংক্রমণে ও বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম।

হাসপাতাল সূত্র জানায়, মৃত ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১০ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি ২ জন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন। আর রাজশাহীর তিনজন, নওগাঁ ও পাবনার দুজন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৪ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৭।

বয়স ও লিঙ্গভেদে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ এর মধ্যে। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা। এ ছাড়া ৪১ থেকে ৫০-এর মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০-এর মধ্যে ৩ জন ও ৬১ এর বেশি বয়সীদের মধ্যে মারা গেছেন একজন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা।