October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 22nd, 2022, 7:36 pm

রাজামৌলির নায়ক এবার মহেশ বাবু

অনলাইন ডেস্ক :

নির্মাতা এসএস রাজামৌলির এবছর সুপারহিট ‘আরআরআর’ সিনেমা উপহার দিয়েছেন। এমন সাফ্যলের পর নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবার তার সঙ্গে জুটি বাঁধবেন দক্ষিণ অভিনেতা মহেশ বাবু। তবে নতুন সিনেমার নাম এখনও প্রকাশ করেননি। মহেশ বাবুর নতুন তেলেগু সিনেমা ‘সরকারু ভারি পাটা’ এবারে মুক্তির পরই সুপারহিট হয়েছে। তিনিও বেশ উদ্যমে অপেক্ষা করছেন রাজামৌলির সঙ্গে কাজ করতে। রাজামৌলি ও মহেশ বাবুর নতুন সিনেমাটি দর্শকের জন্য বহুল প্রতীক্ষিত একটি কাজ হবে বলে আশা করা হচ্ছে। সিনেমার প্রস্তুতি পর্ব জুলাই-আগস্টে শুরু হবে। নভেম্বর-ডিসেম্বরের দিকে হবে সিনেমার শুটিং। প্রজেক্টের একটি সূত্র বলেছেন, মহেশ বাবু চান রাজামৌলির সঙ্গে তার ছবিটি ‘বাহুবলী’ এবং ‘আরআরআর’র মতো বিশেষ কিছু হোক। সুপারহিট সিনেমা হোক। শোনা যাচ্ছে, নতুন ধাঁচের গল্প নিয়ে আসছে রাজামৌলি। সূত্র জানায়, এ সিনেমা মহেশ বাবুর ক্যারিয়ারে সেরা কাজ হবে। আগে এমন চরিত্র মহেশ বাবু অভিনয় করেননি।