October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 30th, 2023, 8:50 pm

রাজা হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে কিং চার্লস

অনলাইন ডেস্ক :

ব্রিটেনের রাজা হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে জার্মানি সফর করলেন কিং চার্লস। এই সফরে গত বুধবার তিনি যুক্তরাজ্য এবং জার্মানির মধ্যে সম্পর্কের স্থায়ীত্ব নিয়ে কথা বলেছেন। এই সফরে তার সাথে আছেন কুইন কনসর্ট ক্যামিলা পার্কার। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, রাজা চার্লস মে মাসে রাজ্যাভিষেকের আগে ইউরোপীয় শক্তি ফ্রান্স এবং জার্মানিকে তিনি তার প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য বেছে নিয়েছিলেন। ২০২০ সালে গ্রেট-ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপের সাথে ব্রিটেনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার অংশ হিসাবে জার্মানিতে কিং চার্লসের সফর শুরু করার আগে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে রাজাকে সামরিক সম্মানে অভ্যর্থনা জানানো হয়। এরপর জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভায় চার্লস আংশিক জার্মান ভাষায় একটি বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমাদের দু’টি দেশের বন্ধুত্বের উষ্ণতায় আমি মুগ্ধ। সেখানে জার্মান প্রেসিডেন্ট বলেন, আজ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ঠিক ছয় বছর পর, আমরা আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করছি। বার্লিন, পূর্বে ব্র্যান্ডেনবার্গ, হামবুর্গ এবং উত্তরের বন্দর শহরে তিন দিনের সফর করবেন রাজা চার্লস। এই সফরে তিনি পরিবেশগত সমস্যা এবং ইউক্রেন সংকটের মতো উভয় দেশের সমস্যাগুলো নিয়ে আলচনা করবেন। ব্র্যান্ডেনবার্গে পরিবেশগত সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি। এতে উঠে আসে হাইড্রোজেন এবং ডিকার্বনাইজেশনের বিষয়গুলি। সেখানে তিনি গ্রিনস পার্টির জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাথে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন দেশটির ত্রিমুখী জোটের জুনিয়র অংশীদার, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। কিং চার্লস বৃহস্পতিবার (৩০ মার্চ) বার্লিনে জার্মানির পার্লামেন্টে ভাষণ দেবেন এবং তাদের স্বদেশে রাশিয়ার আক্রমণ থেকে জার্মানিতে আশ্রয় নেওয়া কিছু ইউক্রেনীয়দের সাথে দেখা করবেন। জার্মান প্রেসিডেন্ট বলেন, “জার্মানি এবং যুক্তরাজ্য, সামরিকভাবেও ইউরোপে ইউক্রেনের সবচেয়ে বড় দুই সমর্থক।” এ সময় তিনি চার্লসকে তার পিতা প্রয়াত প্রিন্স ফিলিপের সাথে ১৯৬২ সালে একটি ছোট শিশু হিসাবে জার্মানিতে তার প্রথম সফরের একটি ছবি উপহার দেন। রাজপুত্র হিসাবে চার্লস জার্মানিতে ৪০ টিরও বেশি সফর করেছেন। যার মধ্যে ২৮টি সরকারী সফর রয়েছে। তবে রাজা হিসেবে এটিই তার প্রথম সফর।