October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 7th, 2022, 7:16 pm

রাণীশংকৈলে বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে বরযাত্রীসহ একটি মাইক্রোবাস খাদে পড়ে এক নারী নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারার রামপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার চন্দ্র (৪৮) ঢাকার ধামরাইয়ের বাসিন্দা। এখনো এ দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, মাইক্রোবাসটি বিয়ে বাড়ির উদ্দেশে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপিজেলার উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। রাণীশংকৈলের বলিদ্বারা রামপুর ব্রিজটি পার হওয়ার পর রাস্তায় গরু ও ছাগলের জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ খাদে পড়ে যান। এতে গাড়িতে থাকা কয়েকজন আহত হয়। পরে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি আরও জানান, গুরুতর আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকীদের চিকিৎসা চলছে।

—ইউএনবি