October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 10th, 2023, 7:44 pm

রাতভর রেলস্টেশনে নাচলেন বুবলী

অনলাইন ডেস্ক :

রাতভর নাচতে হলো চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে। একটি সিনেমার শুটিংয়ের জন্যই এমনটা করতে হলো ঢাকাই সিনেমার এই অভিনেত্রীকে। বিএফডিসির ভেতরে বানানো হয়েছে রেলস্টেশন। রেলস্টেশনকে কেন্দ্র করে দোকানপাট বসেছে। সাইনবোর্ডে লেখা লক্ষ্মীনগর স্টেশন। সেখানে ঝলমলে পোশাকে শতাধিক তরুণ-তরুণী। এসব তরুণ-তরুণীর মাঝেই শবনম বুবলী। কালো রঙের পার্টি পোশাকে নাচেন তিনি। সঙ্গে আরো ছিলেন অভিনেতা আদর আজাদ। নির্মাতা লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ‘চাট্টি গাট্টি রেডি কর/রাস্তা মাইপা সইরা পড়’ কথার গান বেজে ওঠে। এই গানের সঙ্গে নাচতে শুরু করেন তরুণ-তরুণীরা। গত বুধবার দিবাগত রাত ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামের সামনে এভাবেই ‘লোকাল’ সিনেমার একটি গানের শুটিং হয়। পরিচালক সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত এভাবেই শুটিং হয়েছে গানটির। এতে শতাধিক কলাকুশলীরা অংশ নিয়েছেন। ছবিতে একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে বুবলীকে। এলাকার নানা বাধা পেরিয়ে একসময় নিজেকে প্রতিষ্ঠা করবেন একজন নেত্রী হিসেবে। নির্মাতা সাইফ চন্দন বলেন, এটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি সিনেমা। এর চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। মফস্বল এলাকার মানুষের জীপনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদর আজাদকে স্থানীয় মাস্তান ধরনের ছেলের চরিত্রে দেখা যাবে।