October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 1st, 2021, 7:14 pm

রাধা-কৃষ্ণ সাজে হাজির অপু বিশ্বাস ও জয় চৌধুরী

অনলাইন ডেস্ক :

ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। এ সময়ের চিত্রনায়ক জয় চৌধুরী। তারা কাজ করছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের ছবিতে। বর্তমানে চলছে শুটিং। মঙ্গলবার এফডিসিতে তারা অংশ নেন গানের দৃশ্যায়নে। কাল তারা ক্যামেরার সামনে দাঁড়ালেন রাধা ও কৃষ্ণ সাজে। মঙ্গলবার রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্রের শেষ লটের শুটিং শুরু হয়। দিলরুবা খানের জনপ্রিয় গান ‘পাগল মন’ গানটি রিমেক করা হয়েছে এখানে। এ গানেই রাধা-কৃষ্ণ হয়ে আসবেন অপু ও জয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা। নতুন করে মিউজিক আয়োজন করেছেন জাবেদ আহম্মেদ কিছলু। আর গানের অংশের কোরিগ্রাফার করেছেন একে আজাদ। এ গানে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জয় বলেন, ‘কপিরাইট নিয়ে ৫০ শতাংশ লিরিক্স রেখে নতুন মিউজিক ও কথায় গানটি করা হয়েছে। এফডিসিতে সেট বানিয়ে শুটিং হয়েছে। কক্সবাজার ও সাভার গলফ ক্লাবে বাকি শুটিং হবে গানের। রাধা কৃষ্ণের ট্রাডিশনাল কয়েকটি লুক থাকবে গানে।’ সোলায়মান আলী লেবু পরিচালনা করছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি। এতে অপু-জয় ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।