October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 24th, 2022, 8:56 pm

রানওয়ে থেকে ছিটকে পড়লো উড়োজাহাজ

অনলাইন ডেস্ক :

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় রোববার ১৭৩ আরোহী নিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়েছে কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজ। এ সময় যাত্রীবাহী প্লেনটির অনেকাংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে যাত্রীদের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এপি ও আল-জাজিরার। সোমবার (২৪ অক্টোবর) ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সেবু প্রদেশের ম্যাকটন দ্বীপের বিমানবন্দরটিতে দুর্ঘটনায় অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনাকবিলত উড়োজাহাজের একধিক ছবি প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। কোরিয়ান এয়ার জানিয়েছে, কোরিয়ান এয়ারের ফ্লাইট কেই৬৩১ মডেলের এই ফ্লাইটটি সিউল থেকে সেবুর উদ্দেশ্যে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ায় যাত্রীবাহী উড়োজাহাজটি দুই বার অবতরণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। তবে তৃতীয় দফায় চেষ্টা করলে স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে রানওয়ে থেকে ছিটকে যায়। আল-জাজিরা জানায়, কোরিয়ান এয়ারের ওই ফ্লাইটিতে ১১ জন ক্রু সদস্য এবং ১৬২ জন যাত্রী ছিল।