October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 8:16 pm

রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু: বরিশালে বিক্ষোভ সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর ও জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণ কাজ চলাকালীন সময়ে প্রশাসনের তদারকি করার দায়িত্ব ছিলো। কিন্তু প্রশাসন সেই দিকে কোনো দৃষ্টিপাত করেনি। ফলে বেপরোয়া ট্রাকের চাপায় ছাত্র হিমেল মারা গেছে। এঘটনায় নিহতের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ড আহবায়ক লামিয়া সাইমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সদস্য কাজল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য জহুরা রেখা প্রমুখ।

—ইউএনবি