October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 28th, 2021, 9:01 pm

রামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ আটক ৩১, অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি:

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের আগের রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাদুর ইউনিয়নে বহিরাগতরা অবস্থান নেন। তবে গত শনিবার দিবাগত রাতে আইনশৃঙ্খলাবাহিনীর যৌথ অভিযানে রামগঞ্জ পৌর ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক শাহ আলম সিদ্দিকী জীবনসহ ৩১ জন আটক হন। মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় দেশীয় বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। রামগঞ্জ থানা পুলিশ জানায়, নির্বাচন উপলক্ষে গভীর রাতে যৌথ টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ভাদুর গ্রামের হাজী মিন্টু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এতে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সিদ্দিকী জীবন ও ছাত্রলীগ নেতা পিজুসহ ৩১ জনকে অস্ত্রসহ আটক করা হয়। স্থানীয়রা জানান, ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীসহ চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযান চালানো বাড়িটি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. জাবেদের অনুসারীর। রোববার (২৮ নভেম্বর) সকালে ভোট শুরুর আগেই আটকদের মধ্য ভাদুর কেন্দ্রে অস্ত্রসহ অবস্থান নেওয়ার কথা ছিল। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা করার জন্য বহিরাগতরা জড়ো হয়েছিল। তাদের অস্ত্রসহ আটক করা হয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রসঙ্গত, লক্ষ্মীপুর পৌরসভা এবং রায়পুর ও রামগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নে ভোট চলছে।