October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 5th, 2022, 4:06 pm

রামগড়ে বিজিবির হাতে ১৫টি ভারতীয় গরু আটক

নিজন্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি) :
খাগড়াছড়ির রামগড় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যদের হাতে ১৫ টি ভারতীয় গরু আটক হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৫ আগস্ট) রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নেরর আওতাধীন বাগানবাজার বিওপিতে কর্মরত সুবেদার মোঃ শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল সীমান্তবর্তী ফেনী নদীরকুল (রুহুল আমিনচর) এলাকা থেকে ১০ টি ভারতীয় গরু আটক করে। যার মূল্য ৪ লক্ষ ,১৫ হাজার টাকা। একইদিন মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার আল-মামুন সিকদারের নেতৃত্বে একটি টহল দল বিওপির আওতাধীন ফেনী নদীরকুল সীমান্ত এলাকা হতে মালিকবিহীন দুটি ভারতীয় গরু আটক করা হয়। যার মূল্য প্রায় একা লক্ষ টাকা। এর আগে বৃহষ্পতিবার (৪ আগস্ট) রামগড় বিওপিতে কর্মরত হাবিলদার একেএম বদরুল আলমের নেতৃত্বে বল্টুরামটিলা এলাকা হতে আরও ৩টি ভারতীয় গরু আটক করা হয়। যার মূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা। ৪৩ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: মনিরুজ্জামান জানান, আটককৃত গরু সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।