October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 4th, 2022, 8:21 pm

রামগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসহাক মজুমদারের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসহাক মজুমদারের (৮৪) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ মার্চ) রামগড় পৌরসভার ইসলামপুর (বল্টুরামটিলা) জামে মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রের পক্ষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত বীর মুক্তিযোদ্ধার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। থানার ওসি (তদন্ত) রাজীব করের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মফিজুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ মোস্তফা, পৌরসভার কাউন্সিলর আব্দুল হকসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক- সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে বার্ধক্যজনিতরোগে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ইসহাক মজুমদার মৃত্যুবরণ করেন।