November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 2:08 pm

রামগড়ে ২৬ লক্ষ টাকার অবৈধ ঔষধ ও কাঠ জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির’ রামগড়স্থ ৪৩ ব্যাটালিয়নের সদস্যদের হাতে ৫ লক্ষ ৬৩ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও ২০ লক্ষ ৪৫ হাজার টাকার অবৈধ কাঠ আটক হয়েছে।
জানাযায়, সোমবার (১৭ অক্টোবর) ৪৩ বিজিবি’র আওতাধীন রামগড় পৌরসভার মহামুনি বিওপি‘র একটি টহল দল সীমান্তবর্তী ফেনী নদীরকুল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫ লক্ষ ৬৩ হাজার ১শ ২১ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ আটক করে।
অপরদিকে, একইদিন ভুজপুরের হেঁয়াকো বিওপি‘র একটি টহল দল মোহাম্মদপুর এলাকা হতে আকাশমনি গাছের গোলকাঠসহ ০১ টি হিনো পিকআপ আটক করে। আটককৃত গাছের মূল্য প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার টাকা।এসময় গাড়িতে থাকা দুই ব্যাক্তি পালিয়ে যায়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) পরিচালক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান,আটককৃত ভারতীয় ঔষধগুলো রামগড় থানায় জিডি করে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং পলাতক দুই ব্যক্তিকে আসামি করে মামলা রুজু শেষে পিকআপ ও কাঠ হেঁয়াকো বনবিট অফিসে হস্তান্তর করা হয়েছে।