বাংলাদেশ রাশিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে এবং ইউক্রেনের বর্তমান পরিস্থিতির মধ্যে কেউ চাইলেও সম্পর্কটি ‘এডজাস্ট’ করার চেষ্টা করা দেশটির পক্ষে ‘কঠিন‘।
সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ রাশিয়ার সাথে ‘ঐতিহাসিক সম্পর্কের’ সাথে সঙ্গতি রেখে জাতিসংঘের পরবর্তী প্রস্তাবে অবস্থান নিয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন এবং ৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ছিলেন।
পররাষ্ট্র সচিব ওয়াশিংটনে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ-মার্কিন নিরাপত্তা সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ বিষয়ে তিনি জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ককে তুলে ধরে যুক্তরাষ্ট্রের কাছে তার অবস্থান জানিয়েছে যা এখনও বিস্তৃত এবং ঘনিষ্ঠ।
পররাষ্ট্র সচিব আরও বলেন, রূপপুর প্রকল্পের মতো অর্থনৈতিক অগ্রাধিকারের ওপর বাংলাদেশ নজর রাখবে, যা বাংলাদেশ সম্পূর্ণ করতে চায়।
বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ও বৈচিত্রপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সু-সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশে জনসংখ্যা বাড়লেও ক্রমাগত কমছে কৃষি জমি
অভিবাসীদের জীবন বাঁচাতে ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী প্রচেষ্টা বাড়াতে হবে: শাহরিয়ার আলম