October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 13th, 2021, 7:56 pm

রাশিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত ৪

অনলাইন ডেস্ক :

রাশিয়ায় জরুরি অবতরণের সময় একটি যান্ত্রিক ত্রুটিসম্পন্ন ছোট যাত্রীবাহী বিমানের চার যাত্রী নিহত হয়েছেন। বিমানটিতে ১৪ জন যাত্রী এবং ২ জন ক্রু ছিলেন। রোববার দেশটির সাইবেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় বিমানটিতে ত্রুটি দেখা দিলে একটি জঙ্গলে জরুরি অবতণের সময় এই ঘটনা ঘটে। সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর ১১ জন ব্যক্তি এয়ারক্রাফটের ভেতরে আটকা পড়েছিলেন। এছাড়াও বিমানের জরুরি অবতরণ ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ও। রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ক্রুরা। অবতরণের আগে বিমানের ক্রু একথা জানিয়েছিলেন। রাশিয়ার তদন্তকারী সংস্থা জানিয়েছে, রোববার দেশটির ইরকুতস্ক শহর থেকে উড্ডয়ন করে এল-৪১০ মডেলের ওই বিমানটি। তবে গন্তব্যে পৌঁছানোর মাত্র চার কিলোমিটার আগে একটি গ্রামে জরুরি অবতরণ করে। এসময়ই এমন দুর্ঘটনা ঘটে।