October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 8:16 pm

রাশিয়ায় বিষাক্ত মদপানে ২৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

রাশিয়ায় বিষাক্ত মদপানে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে দেশটির কাজাখস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলে স্থানীয়ভাবে তৈরি মদপানের পর এর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। ৯ অক্টোবর শনিবার স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বিষাক্ত মদপানের ঘটনায় গত বৃহস্পতিবারই ৯ জনের মৃত্যু হয়। শনিবার এ সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখনও বিষক্রিয়ায় ভুগছেন আরও ২৮ জন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদিত এসব অ্যালকোহল পণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়টি তারা যাচাই বাছাই করে দেখছেন। এরইমধ্যে অনুপযোগী মদ তৈরি ও বিপণনের অভিযোগে ছয় জনকে আটক করা হয়েছে।