October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 10th, 2023, 7:58 pm

রাশিয়ায় হাউজিং ব্লকে গ্যাস বিস্ফোরণে নিহত ১২

অনলাইন ডেস্ক :

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এক শহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ওই অঞ্চলের নভোসিবিস্রিক শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও তিন জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে দুই বছর বয়সি একটি শিশু রয়েছে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে কয়েকদিন আগে ঘটনাস্থলের ভবনটিতে গ্যাস রক্ষণাবেক্ষণের কাজ করা দুই ব্যক্তিকে আটক করেছে তারা। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, একটি বহুতল আবাসিক ভবনের অধিকাংশ বিধ্বস্ত হয়েছে, ভবনটির সামনের অংশ ধসে পড়েছে। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে মন্ত্রণালয়টির প্রধান নভোসিবির্স্ক শহরে গেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই নিয়ে গত তিন দিনে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটল। গত মঙ্গলবার পৃথক আরেকটি ঘটনায় মস্কোর দক্ষিণের ইফিয়েমভ শহরে অন্তত পাঁচজন নিহত হয়। এ বিস্ফোরণে পাঁচতলা একটি ভবন ধ্বংস হয়।