অনলাইন ডেস্ক :
যুদ্ধ থামাতে রাশিয়া-ইউক্রেন আলোচনায় মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানায়, বৃহস্পতিবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনার সময় তিনি ওই প্রস্তাব দেন। তেল সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী ‘ওপেক’-এর অন্যতম সদস্য সৌদি আরব। রাশিয়া ওই গোষ্ঠীর পর্যবেক্ষক সদস্য। দু’দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগও দীর্ঘদিনের। যুবরাজ সালমান ফোনে পুতিনকে জানিয়েছেন, মস্কোর স্বার্থ অক্ষুন্ন রেখেই সমস্যার রাজনৈতিক সমাধানের পথ খোঁজার প্রয়াসে সামিল হতে চান তিনি। অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে যুদ্ধ থামানোর উদ্দেশ্যে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার বসতে চেয়েছেন ইউক্রনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বেলারুশ সীমান্তে দ্বিপাক্ষিক প্রতিনিধি স্তরের দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পর তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধ করার একমাত্র পথ, আমার সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখোমুখি আলোচনা।’ তবে জেলেনস্কির ওই প্রস্তাবের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। গত বৃহস্পতিবার যুদ্ধের অষ্টম দিনে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার পাশাপাশি সৌদিসহ পশ্চিম এশিয়া এবং আফ্রিকার দেশগুলির অর্থনীতিও ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এরই ফলস্বরূপ সৌদি যুবরাজ সালমান তেল রপ্তানিকারক দেশগুলোর স্বার্থে অবিলম্বে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে।
আরও পড়ুন
সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু
কঙ্গোতে কারাগার ভেঙে পালানোর সময় নিহত ১২৯ কয়েদি
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছে