December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 1:19 pm

রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা বাইডেনের

অনলাইন ডেস্ক :

রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের প্রতিশোধ হিসাবে যুক্তরাষ্ট্রের এটি সর্বশেষ পদক্ষেপ।

তেল আমদানি বন্ধের ফলে মার্কিনিরাও সমস্যায় পড়বে বলে বাইডেন স্বীকার করেছেন। তিনি বলেন, ‘স্বাধীনতা রক্ষার জন্য মূল্য দিতে হচ্ছে আমাদের।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন যে যুদ্ধে জড়িয়েছেন আমরা সেই যুদ্ধে ভর্তুকি দেয়ার অংশ হব না।’

নতুন পদক্ষেপকে ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনে অর্থায়নের বিরুদ্ধে একটি ‘শক্তিশালী ধাক্কা’ বলে অভিহিত করেছেন বাইডেন।

ইউক্রেন যুদ্ধে পুতিন কখনই জয়ী হবে না বলেও মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন।

এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ২০ লাখে পৌঁছেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় গণঅভিবাসন শুরু হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইটে বলেছেন, ‘আজ ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ২০ লাখে পৌঁছেছে।’