October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 24th, 2023, 2:34 pm

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন পত্র পাঠিয়েছে শি জিনপিং

ফাইল ছবি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিনন্দন পত্র পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের গণপ্রজাতন্ত্রী সরকার এবং এর জনগণের পক্ষ থেকে এবং তার নিজের নামে, শি জিনপিং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শি জিনপিং উল্লেখ করেছেন যে চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান করেছে। একে অপরকে সমান বলে আচরণ করেছে এবং মৌলিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করেছে, যা দেশদু’টির মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সমান সমান সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে।

অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন যে তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন। দুই দেশের মধ্যে সময়ের পরীক্ষিত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাড়াতে এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও ভালভাবে উপকৃত করার জন্য প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

শি জিনপিং চিঠিতে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও সুখের জন্যও তার শুভেচ্ছা জানিয়েছেন।

—ইউএনবি