November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 12th, 2021, 7:30 pm

রাহানেকে অধিনায়ক করে টেস্ট দল ঘোষণা করল ভারত

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ উপলক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলি বিশ্রামে থাকায় প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আজিঙ্কা রাহানে। দ্বিতীয় টেস্টে নেতৃত্বভার ফেরত পাবেন কোহলি। চেতেশ্বর পূজারাকে করা হয়েছে সহ-অধিনায়ক। পুরো সিরিজেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। ২৫ নভেম্বর কানপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মুম্বাইয়ে ৩ ডিসেম্বর থেকে। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে বিশ্রামে পাঠিয়ে দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে। এ ছাড়া শিখর ভারতও উইকেটরক্ষক হিসেবে ডাক পেয়েছেন। ফিরেছেন জয়ন্ত যাদব। দলে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। বিশ্রামে পাঠানো হয়েছে যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামিকেও। পেসারদের মধ্যে দলে আছেন ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং উমেশ যাদব। স্পিন বিভাগ সামলাবেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল এবং জয়ন্ত যাদব। প্রথম টেস্টের জন্য ভারতীয় দল : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, শিখর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।