অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলের টটেনহ্যাম ফরোয়ার্ড রিচার্লিসন। স্পার্সদের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহ হয়তো তাকে মাঠের বাইরে থাকতে হবে। তবে সবকিছুই চূড়ান্ত স্ক্যান রিপোর্টের ফলাফলের উপর নির্ভর করছে। ২৫ বছর বয়সী রিচার্লিসনকে শেষ আটের ম্যাচে ৮৪ মিনিটে মাঠ থেকে উঠিয়ে নিয়েছিলেন কোচ তিতে। অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ গোলে শেষ হবার পর পেনাল্টিতে ব্রাজিল ৪-২ গোলে পরাজিত হয়ে বিশ্ব থেকে বিদায় নেয়। কাতারে তিনটি গোল করেছেন রিচার্লিসন। স্পার্স বস এন্টোনিও কন্টের জন্য ইনজুরির তালিকাটা এর মাধ্যমে দীর্ঘ হলো। ইতোমধ্যেই পুরো মৌসুম জুড়ে ডিয়ান কুলেসেভিস্কি, ক্রিস্টিয়ান রোমেরো ও সন হেয়াং-মিনের ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় ছিলেন কন্টে। বিশ^কাপের আগে কাফ ইনজুরির কারণে টটেনহ্যামের হয়ে ছয়টি ম্যাচ খেলতে পারেননি রিচার্লিসন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা