December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 2nd, 2023, 8:03 pm

রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

অনলাইন ডেস্ক :

কয়েকদিন আগেই নায়ক শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রযোজক। এবার চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন চলচ্চিত্র নির্মাতা হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। শনিবার (১লা এপ্রিল) বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে এই অভিযোগ করেন তিনি। অভিযোগে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেছেন এই নির্মাতা। হারুনুর রশীদের দাবি, তিনি তার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লিঃ-এর বিজ্ঞাপন নির্মাণের জন্য চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে রংপুর ক্যামিকেলের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন এবং রিয়াজ নিজেই এই বিজ্ঞাপনের কাজ নেন। দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো উল্লিখিত বিজ্ঞাপনে কাজী হায়াৎ ও ইলিয়াস কাঞ্চনকে নেয়ার কথা ছিলো। রিয়াজ তাদের বাদ দিয়ে কাজটি করছেন।