অনলাইন ডেস্ক :
রাফিনহার একমাত্র গোলে রোববার অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্টে এগিয়ে গেছে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। এদিকে, রিয়াল মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। এই ড্রয়ে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার স্বপ্ন থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সোসিয়েদাদ। আরেক ম্যাচে আলমেরিয়ার বিরুদ্ধে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে টেবিলের ১৩তম স্থানে উঠে এসেছে ধুঁকতে থাকা সেভিয়া। এই জয়ে রেলিগেশন জোন থেকে তারা মাত্র ২ পয়েন্ট এগিয়ে গেছে। স্প্যানিশ আদালতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এটাই ছিল বার্সেলোনার প্রথম ম্যাচ। ২০১৯ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেছে কাতালান জায়ান্টরা। এবারের মৌসুমে ২৫ লিগ ম্যাচে ১৯টিতেই বার্সেলোনা কোন গোল হজম করেনি। এই নিয়ে এবারের মৌসুমে নবম ম্যাচে বার্সা ১-০ গোলের জয় নিশ্চিত করেছেন। শনিবার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে অল্প সময়ের জন্য পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছিল। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কিছু সেভ করে বার্সেলোনাকে রক্ষা করেছেন। অ্যালেক্স বেরেনগারের শট পোস্টে লেগে ফেরত এলে সমতায় ফেরা হয়নি বিলবাওয়ের। ম্যাচের শেষ ভাগে ইনাকি উইলিয়ামস গোল করলেও ভিএআর ইকার মুনিয়াইনের হ্যান্ডবলের কারণে তা বাতিল করে দেয়। টের স্টেগান ম্যাচ শেষে বলেছেন, ‘দিনের শেষে এটাই দেখা হবে যে আমরা তাদের প্রতিরোধ করে জয় নিয়ে বাড়ি ফিরেছি। এই ধরনের ম্যাচে আমাদের অবশ্যই জয় ছিনিয়ে নিতে হবে। বাতিল হওয়া গোলটি আমি দেখিনি। এ কারনেই ভিএআর রয়েছে। এই ধরনের সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। আরো একটি ম্যাচে গোল হজম না করায় আমরা সত্যিই আনন্দিত।’ নিষেধাজ্ঞার কারণে রোনাল্ড আরাউজো দলে না থাকায় বার্সা কোচ জাভি আন্দ্রেস ক্রিস্টেনসেনের সাথে জুলস কুন্ডেকে খেলিয়েছেন, মূল একাদশে রাইটব্যাক হিসেবে ছিলেন সার্জিও রবার্তো। বার্সেলোনার দুর্নীতির বিষয়টি সামনে নিয়ে এসে বিলবাওয়ের সমর্থকদের ম্যাচের শুরুতে কাগজের তৈরি ব্যাংকনোট চারিদিকে ছড়িয়ে প্রতীকি প্রতিবাদ করেছেন। জাভি বলেছেন, ‘সান মেমেসের সমর্থকদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তারা সবসময়ই আমাদের ভালভাবেই স্বাগত জানিয়েছে। কিন্তু আজকের পরিবেশ আমাকে বিস্মিত করেছে। আমার কাছে মনে হয়না এটা সমাজের জন্য কোন ভাল বার্তা বয়ে নিয়ে আসবে।’ মাঠের লড়াইয়েও বিলবাও ছেড়ে কথা বলেনি। ম্যাচের শুরুতেই উইলিয়ামসকে রুখে দিয়েছেন টের স্টেগান। রাউল গার্সিয়ার হেড ক্রসবারে লেগে ফেরত এসেছে। ইনফর্ম উইঙ্গার রাফিনহা বিরতির ঠিক আগে সার্জিও বুসকেটসের দারুণ এক পাস থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। ইনজুরি থেকে ফিরে রবার্ট লেওয়ান্ডোভস্কি গোলের ভাল দুটি সুযোগ হাতছাড়া করেছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও কেনেগারের শট পোস্টে লাগলে সমতায় ফেরা হয়নি বিলবাওয়ের। মুনিয়াইনের শট রুখে দেন টের স্টেগান। শেষ পর্যন্ত টার স্টেগানকে পরাস্ত বল জালে জড়ান উইলিয়ামস। কিন্তু মুনিয়াইনের হ্যান্ডবলে গোলটি বাতিল করে দেয় ভিএআর। এই জয়ে রোববার ক্যাম্প ন্যুতে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোর আগে কাতালান জায়ান্টরা ৯ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলো। অন্যদিকে, লা লিগায় টানা পাঁচ ম্যাচে জয়বিহীন থাকলো অ্যাথলেটিক।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা