June 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 23rd, 2023, 8:12 pm

রুবেল আনুশের ‘তোমাকে পেয়ে গেলে’

অনলাইন ডেস্ক :

ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীকে নিয়ে এর আগে এনটিভির জন্য ‘হঠাৎ বৃষ্টি’ শিরোনামে নাটক নির্মাণ করে আলোচনায় ছিলেন পরিচালক রুবেল আনুশ। সেই জুটিকে নিয়ে পূজার জন্য তিনি এবার নির্মাণ করেছেন ‘তোমাকে পেয়ে গেলে’। যা আজ মঙ্গলবার সাড়ে ৯টায় এনটিভতে প্রচারিত হবে আর পরবর্তীতে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।

‘তোমাকে পেয়ে গেলে’ নাটকের গল্প ও চিত্রনাট্য নাসির খানের আর সংলাপ লিখেছেন নাসির খান ও তামান্না। অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, আব্দুল্লাহ রানা, মিলি বাসার, শামিম (মনা), হাসিবসহ অনেকেই। পরিচালক রুবেল আনুশ বলছেন, নাটকের গল্পটা এমন মফস্বল শহরের এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে এলাকার বখে যাওয়া মাস্তানও একদিন শহরের সাচ্চা প্রেমিক হয়ে উঠে। গল্পটা ফরিদ এবং জুই এর।