October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 13th, 2022, 1:41 pm

রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু

ফাইল ছবি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে রুশ নাগরিকদের বসবাসের জন্য নির্মিত গ্রিনসিটির লিফটের সামনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মৃত ইভানভ এ্যান্টন (৩৩) প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোশেম কোম্পানির ইন্সট্রলার এবং গ্রিনসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬নং ফ্লাটের বাসিন্দা।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাতে ইভানভ গ্রিনসিটির পাশের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে রুমে ফেরার সময় লিফট থেকে নেমে সেখানেই মারা যান। খবর পেয়ে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে হার্ট এটাক হতে পারে বলে ধারণা করছেন তিনি।

—ইউএনবি