October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 12th, 2023, 7:54 pm

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আমদানিতে ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ গ্যারান্টি: কর্মকর্তা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি আমদানির জটিলতা নিরসনে ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ গ্যারান্টি দিয়েছে অর্থ বিভাগ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন এক কর্মকর্তা।

ক্ষতিপূরণের পরিমাণ আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারিত হয়। এই জ্বালানি পরিবহনের সময় বা বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের জন্য অর্থ বিভাগ এই গ্যারান্টি দিয়েছে।

অন্যদিকে প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জেএসসি এটমস্ট্রয় এক্সপোর্ট’ এ ক্ষেত্রে কোনো আর্থিক বাধ্যবাধকতা নিচ্ছে না।

মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সংক্রান্ত একটি নথিতে সই করেন।

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দু’টি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। প্ল্যান্টের জন্য পারমাণবিক জ্বালানি আগামী অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হবে।

বিমানবন্দর থেকে জেএসসি এটমস্ট্রয় এক্সপোর্টের মাধ্যমে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি পরিবহন করা হবে। এটি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অংশগ্রহণে গঠিত কনভয়ের তত্ত্বাবধানে থাকবে।

নিয়ম অনুযায়ী, পারমাণবিক জ্বালানি বহনের সময় দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য এই জাতীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বীমা করতে হবে।

—ইউএনবি