অনলাইন ডেস্ক :
ইউরোর মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছিল বেলজিয়াম। গতরাতে বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে নেমে গোলউৎসব করেছে দলটি। ঘরের মাঠে আজারবাইজানকে উড়িয়ে দিয়েছে ৫-০ ব্যবধানে। বড় জয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান রোমেলু লুকাকুর। একাই করেছেন চার গোল। এতে গড়েছেন নতুন রেকর্ড। ইউরো বাছাইয়ের এক আসরে ১৪ গোল নিয়ে এখন সর্বোচ্চ গোলদাতা বেলজিয়ান এই তারকা। এতদিন এই রেকর্ডটি ছিল নর্দান আয়ারল্যান্ডের ডেভিড হিলির দখলের। ২০০৮ সালে তিনি করেছিলেন ১৩ গোল। গত রোববার প্রথমার্ধেই চার গোল করেন লুকাকু। এ নিয়ে বেলজিয়ামের জার্সিতে ১১৩ ম্যাচে তাঁর গোল হল ৮৩টি। যা দেশটির হয়ে সর্বোচ্চ।
৮ ম্যাচে ৬ জয় ও দুই ড্র’তে ২০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করল বেলজিয়াম। এদিকে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করেছে স্পেন। গতরাতে জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশরা। একটি করে গোল রবিন লি নোরমান্ড ও ফেরান তোরেসের, অন্যটি আত্মঘাতী। তবে এই ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছেন বার্সেলোনা তারকা গাভি। আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২১ পয়েন্ট স্পেনের। আগেই মূল পর্ব নিশ্চিত করা গ্রুপের দ্বিতীয় সেরা দল স্কটল্যান্ড অবশ্য জিততে পারেনি। নরওয়ের সঙ্গে করেছে ৩-৩ গোলে ড্র।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা