September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 5th, 2023, 5:46 pm

রেকর্ড গড়ল অমির ‘ফিমেল থ্রি’

অনলাইন ডেস্ক :

কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। জনপ্রিয় এই ধারাবাহিক নাটকের রেকর্ড ভেঙে দিয়েছে কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল থ্রি’ নাটকটি। এ বিষয়ে এই পরিচালক বলেন- ‘‘মাত্র ১ দিনে ৭৭ লাখ মানুষ ‘ফিমেল থ্রি’ দেখেছেন। এর আগে কখনো বাংলা নাটকে এমনটা ঘটেনি, আমাদের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের প্রথম পর্ব ১ দিনে ৭০ লাখ মানুষ দেখেছিলেন। সেই রেকর্ড ভেঙে ‘ফিমেল থ্রি’ একদিনে সর্বোচ্চ ভিউয়ের নতুন মাইলফলক অর্জন করল।’’ দর্শকদের ধন্যবাদ জানিয়ে কাজল আরেফিন অমি বলেন, ‘আপনাদের ভালোবাসার জন্যই এই অর্জন সম্ভব হয়েছে। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ। অভিনন্দন ‘ফিমেল থ্রি’ টিমের সবাইকে।’

ঈদুল আজহা উপলক্ষে গত ২ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ফিমেল থ্রি’। বরাবরের মতো এ নাটকও দর্শকদের নজর কেড়েছে। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৯০ লাখের বেশি। ‘ফিমেল থ্রি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফানা মৃধা শিবলু প্রমুখ।