October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 19th, 2021, 7:51 pm

‘রেডি ফ্ল্যাট’ নাটকে সারিকা-শিবলী

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সারিকা সাবরীন। সম্প্রতি ‘রেডি ফ্ল্যাট’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শিবলী নোমান। রণক ইকরাম রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ। নির্মম বাস্তবতার কারণে থমকে যায় নবনী আর মুশফিকের সুন্দর সম্পর্ক। দীর্ঘদিন তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। হঠাৎ মুশফিকের সঙ্গে দেখা হয় তার। কিন্তু ততদিনে নবনীর সঙ্গে শিপনের বিয়ে প্রায় ঠিক। এরপর গল্পে বাঁকবদল আসে। নবনী চরিত্রে অভিনয় করেছেন সারিকা, মুশফিক চরিত্রে শিবলী নোমান এবং শিপন চরিত্রে দেখা যাবে আনন্দ খালেদকে। এছাড়াও অভিনয় করেছেনÑহাফিজুর রহমান সুরুজ, শেলী আহসান, অদিতি, এসএম আশরাফুল আলম, হোসাইন আরমান, জিয়ান প্রমুখ। পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘রোমান্টিক গল্প হলেও টেলিফিল্মটিতে একটু অন্যরকম ছোঁয়া আছে। দর্শক গল্পে এই সময়টাকে খুঁজে পাবেন।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন আরমান হোসেন ও সম্পাদনা করেছেন সৈকত খন্দকার। শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে এটি।