October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 30th, 2023, 8:13 pm

রোনালদোকে নিয়েই ইউরো মিশনে পর্তুগাল

অনলাইন ডেস্ক :

ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়েই ইউরো ২০২৪ বাছাইয়ের দল ঘোষণা করেছে পর্তুগাল। তাতে রয়েছে চমক। বাছাইয়ে ১৭ জুন লিসবনে বসনিয়ার মুখোমুখি হবে রোনালদোরা। তিন দিন পর সফর করবে আইসল্যান্ড। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী উভারহ্যাম্পটন সেন্টার ব্যাক টটি গোমেস। টটির জন্ম গিনি বাসাউয়ে হলেও তিনি পর্তুগালের প্রতিনিধিত্ব করছেন অনূর্ধ্ব-২০ দল থেকেই। মাঠের কারিকুরিতে ভীষণ দক্ষ হওয়ায় তাকে নিয়ে আশা দেখছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। কোচ রবের্তো মার্টিনেজের দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার নেলসন সেমেদো, মিডফিল্ডার রেনাতো সানচেস ও স্ট্রাইকার রিকার্ডো হোর্টারও।

পর্তুগাল স্কোয়াড:
গোলকিপার: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাত্রিসিও।
ডিফেন্ডার: ডিয়েগো ডালট, নেলসন সেমেদো, হোয়াও কান্সেলো, রাফায়েল গুরেইরো, ডানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, আন্তোনিও সিলভা, গনসালো ইনাসিও, টটি।
মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ওতাভিও মোন্তেইরো, রেনাটো সানচেস, ভিতিনহা।
ফরোয়ার্ড: রিকার্ডো হোর্টা, বের্নার্ডো সিলভা, রাফায়েল নিয়াও, হোয়াও ফেলিক্স, ক্রিস্তিয়ানো রোনালদো, গনসালো রামোস ও ডিয়েগো জোটা।