October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 19th, 2022, 8:07 pm

রোনালদোর নবজাতক ছেলে সন্তান আর নেই

অনলাইন ডেস্ক :

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর নবজাতক ছেলে সন্তান মারা গেছে। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন রোনালদো। দ্বিতীয়বারের মতো জমজ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন- এমন খবর গত অক্টোবরেই দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। কিন্তু শেষমেষ তা আর হয়নি। জন্ম নেওয়ার আগেই মারা গেছে রোনালদোর যমজ সন্তানের একজন। নিজের ইন্সটাগ্রামে পর্তুগাল এই ফরোয়ার্ড লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমাদের শিশুপুত্রের মৃত্যুর খবর জানাচ্ছি। এটি যে কত বড় যন্ত্রণা যা যেকোনো বাবা-মা অনুভব করতে পারেন।’ রোনালদো আরও লিখেছেন, ‘শুধুমাত্র আমাদের কন্যা সন্তানের জন্ম এই মুহূর্তে কিছু আশা এবং সুখ নিয়ে বেঁচে থাকার শক্তি দিচ্ছে। চিকিৎসক ও নার্সদের তাদের বিশেষ যতœ এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’ তিনি লিখেছেন, ‘এই হারানোর শোকে আমরা সবাই বিধ্বস্ত এবং আমরা এই কঠিন সময়ে গোপনীয়তা চেয়ে বিনীত অনুরোধ করছি। আমাদের ছেলে, তুমি আমাদের কাছে অ্যাঞ্জেল। আমরা সবসময় তোমাকে ভালোবাসবো।’