October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 30th, 2022, 7:52 pm

রোনালদোর সতীর্থ’র বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

অনলাইন ডেস্ক :

ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ ম্যাসন গ্রিনউড। মাঠের খেলায় ভালোই করছেন তরুণ এই মিডফিল্ডার। গত বছরই কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে হোটেলে মেয়ে আনায় ইংল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। এবার তার বিরুদ্ধে এল আরো ভয়াবহ অভিযোগ। বান্ধবীকে পিটিয়ে রক্তাক্ত করার গুরুতর অভিযোগ এসেছে ইউনাইটেড তারকা বিরুদ্ধে। রোববার ম্যাসন গ্রিনউডের বান্ধবী হারিয়েট রবসন ইনস্টাগ্রামে এই অভিযোগ করেন। হারিয়েট রবসন ইনস্টাগ্রামে নিজের শরীরে আঘাতের চিহ্নসহ বেশকিছু ছবি আপলোড করেন। রক্ত ও ক্ষতের ছবি দেখিয়ে নিজের উপর শারীরিক নির্যাতনের জন্য তিনি গ্রিনউডকে দায়ী করেন। একটি রক্তাক্ত ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘এটি তাদের জন্য যারা জানতে চায় ম্যাসন গ্রিনউড আসলে আমার সাথে কী করে। ’গ্রিনউড এখনো সামাজিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে, এরইমধ্যে নেট দুনিয়ায় ইংলিশ তারকার বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কয়েক বছর ধরেই ইংলিশ ফুটবলের ভবিষ্যৎ তারকা বলা হয় ম্যাসন গ্রিনউডকে। ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কির প্রতিভা নিয়ে কারোরই সন্দেহ নেই। কিন্তু, পেশাদার ফুটবলে পা দেওয়ার পর থেকে মাঠের বাহিরের নানা বিতর্কিত কর্মকা-ের জন্যও বারবার শিরোনাম হচ্ছেন।