February 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 15th, 2023, 8:22 pm

রোম্যান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘লাভ এগেইন’

অনলাইন ডেস্ক :

গেল কয়েক বছর ধরে বলিউড সিনেমা থেকে ক্ষাণিকটা দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকেই বলিউডের তুলনায় হলিউডের কাজেই বেশি মনোযোগী এই অভিনেত্রী। আবারও তার প্রমাণ মিললো সদ্য প্রকাশ্যে আসা তার হলিউড প্রজেক্ট ‘লাভ এগেইন’ এর ট্রেলার থেকে। ভালোবাসা দিবস উপলক্ষে ভক্তদের জন্য প্রকাশ্যে এসেছে রোম্যান্টিক কমেডি ঘরানার মশলাদার এই ছবিটির ট্রেলার। প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে এই ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে স্যাম হিউগেনকে। ছবিটিতে দেখা যাবে একবার আঘাত পাওয়ার পরেও প্রিয়াঙ্কা ভালোবাসাকে আরও একটি সুযোগ দিচ্ছেন। ট্রেলারে তারই আভাস মিলেছে। গল্পটাও আবর্তিত হবে তাকে ঘিরেই। তবে চমক এখানেই শেষ নয়। কেননা প্রিয়াঙ্কার বর নিক জোনাসের ঝলকও মিলেছে ট্রেলারে। যেখানে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাদের। ধারণা করা হচ্ছে, ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে নিককে। ২মিনিট ৫৪ সেকেন্ডের ‘লাভ এগেইন’ ছবির ট্রেলারে দেখা গেছে প্রিয়াঙ্কার প্রেমিকের মৃত্যু হয়েছে। মন সামলাতে না পেরে মৃত প্রেমিকের ফোন নম্বরে মেসেজ পাঠান তিনি। মৃত প্রেমিক সেই মেসেজ না পেলেও স্যাম পান। কারণ বর্তমানে সেই নম্বর তিনি ব্যবহার করছেন। এখানে তার চরিত্রের নাম রব। আর প্রিয়াঙ্কার চরিত্রের নাম মীরা। মীরার থেকে বারবার এমন আবেগভরা মেসেজ পেয়ে রব তার প্রেমে পড়ে যান। এরপর কী হয় সেটাই দেখা যাবে এই ছবিতে। জিম স্ট্রাউসের পরিচালনায় আগামী ১২ মে বড়পর্দায় মুক্তি পাবে ‘লাভ এগেইন’ ছবিটি। ভারতে এই ছবিটি সোনি পিকচার্সের তরফে ডিস্ট্রিবিউট করা হবে বলে টুইটে জানিয়েছেন তরণ আদর্শ। সূত্র: আউটলুক