অনলাইন ডেস্ক :
করোনা সংক্রমণ রোধে কঠোর দেশজুড়ে চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে রোববার রাজধানীতে আগের দুই দিনের চেয়ে রাস্তায় মানুষের উপস্থিতি একটু বেশি। অনেকে জরুরি প্রয়োজনে রাস্তায় বের হলেও আগের তিনদিনের মতো রোববারও কেউ কেউ কোনো কাজ ছাড়াই বের হয়েছিলেন রাস্তায়। আর এদের ঠেকাতে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।
রোববার বেলা ১২টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অবধি তিন শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া ৮ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি-স্থায়িত্বে শ্রম অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ: পিটার হাস
‘শুধু বাংলাদেশের ক্রেতাদের এলসির ক্ষেত্রে প্রযোজ্য ধারা সমর্থন করে না বিজিএমইএ’
ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯