November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 1st, 2021, 8:51 pm

লকডাউনের প্রথমদিনে রাজধানীতে ৭৩ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সরকারের বিধি নিষেধ লংঙ্গন করার অপরাধে র‌্যাবের সদস্যদের অভিযানে তাদের আটক করে দীর্ঘ সময় সড়কের উপর দাড় করিয়ে রাখে।

অনলাইন ডেস্ক :

কঠোর লকডাউনের প্রথমদিন গতকাল বৃহস্পতিবার সরকারি নির্দেশনা অমান্যকারী ২৪৯ জনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে। এছাড়া এদিন ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে জরিমানা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। রেকারিং করা হয়েছে ৪৬টি গাড়ি, আর জব্দ করা হয়েছে ছয়টি। বেশিরভাগ মামলাই করা হয়েছে ওয়ারী, রমনা ও মতিঝিল বিভাগে। এ তিনটি বিভাগে যথাক্রমে ৭০ হাজার, ৫৮ হাজার ১০০ ও ৪৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অভিযানের পর এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালায় ডিএমপির আটটি বিভাগ। অভিযানে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে ২৪৯ জনকে, সাজা দেয়া হয়েছে আটজনকে। ৫৬ জনকে ৬ হাজার ২০৭ টাকা এবং ১০টি দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। রমনা বিভাগে দুজনকে জরিমানা করা হয়েছে ৪০০ টাকা করে। ৩৩টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৫৮ হাজার ১০০ টাকা, রেকারিং করা হয়েছে দুটি গাড়ি। লালবাগ বিভাগে গ্রেপ্তার করা হয়েছে ৩৮ জনকে। তিনজনকে জরিমানা করা হয়েছে ৩০০ টাকা। এছাড়াও ২৫টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ২৫ হাজার ৬০০ টাকা। মতিঝিল বিভাগ থেকে আটক দুই ব্যক্তিকে মোট জরিমানা করা হয়েছে ১১০০ টাকা ও ৯টি দোকানকে মোট জরিমানা করা হয়েছে ১৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও ১৯টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৪৫ হাজার ২০০ টাকা। ওয়ারী বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ১৬ ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এক হাজার ৭০০ টাকা। এছাড়াও ১৫টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৭০ হাজার টাকা। তেজগাঁও বিভাগ থেকে আটক করা হয়েছে ১৬৭ জনকে। মিরপুর বিভাগ থেকে ৭৫ জনকে আটক করা হয়েছে ও ৩০ জনকে জরিমানা করা হয়েছে ১০ হাজার ৬০০। ৯৮টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ২৫ হাজার, রেকারিং দেয়া হয় ১১টি গাড়ি ও ৪টি গাড়ি জব্দ করা হয়। গুলশান বিভাগ থেকে ৭ জনকে আটক করা হয়েছে ও ৮ জনকে জরিমানা করা হয় ২ হাজার সাত টাকা। ২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ৬১ হাজার। উত্তরা বিভাগ থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনজনকে জরিমানা করা হয় ৭০০ টাকা। এছাড়াও একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১টি গাড়ির মামলায় ১২ হাজার ২০০ টাকা জরিমানা ও ৩৩টি গাড়ি রেকারিং করা হয়।