November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 23rd, 2021, 8:31 pm

লকডাউনের সকালে ঢাকায় ফিরে বিপাকে

লঞ্চ করে সদরঘাটে এসে যানবাহন না পেয়ে দূর্ভোগে পরে হাজার হাজার ঢাকা ফেরত মানুষ। ছবিটি শুক্রবার তোলা। ছবি: মঈন আহমেদ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আবার শুরু হয়েছে লকডাউনের বিধিনিষেধ; ঈদের ছুটি শেষে দক্ষিণের বিভিন্ন জেলা থেকে শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছাতে পারলেও যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

টার্মিনাল নেমে যানবাহন না পেয়ে কেউ পায়ে হেঁটে, কেউবা রিকশা বা ভ্যানে চেপে রওনা হয়েছেন গন্তব্যের উদ্দেশ্যে। ভাগ্যবান যারা রিকশা বা ভ্যানে উঠতে পেরেছেন, তাদের দিতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া।

লকডাউনের প্রথম দিন সকালে রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা। কিন্তু পুরান ঢাকার সদরঘাটের সড়কে দেখা যায় রাতের লঞ্চে ঢাকায় আসা মানুষের মিছিল।