September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 23rd, 2024, 1:54 pm

লক্ষ্মীপুরের শতাধিক এলাকায় ৬ লাখেরও মানুষ পানিবন্দি

কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের চারটি পৌরশহরসহ নিম্নাঞ্চলের শতাধিক এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে ৬ লাখেরও বেশি মানুষ। ভেসে গেছে কয়েকশ মাছের প্রজেক্ট, মুরগি খামার, আমনের বীজতলা, শাকসবজি ক্ষেত।

মুষলধারে বৃষ্টি হতে থাকায় বৃহস্পতিবার সকাল থেকে শহরাঞ্চলেও পানি ঢুকতে দেখা যায়।

গতকয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। রান্না-বান্নাসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এখনও পর্যন্ত পানিবন্দি মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান জানান, বন্যাদুর্গতদের জন্য জেলায় ১৮৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও সহায়তার জন্য ২০ মেট্রিক টন চাল ও ১০ লাখ ৭০ হাজার টাকা প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোর থেকে টানা বৃষ্টি হচ্ছে লক্ষ্মীপুরে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

—-ইউএনবি