October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 6th, 2021, 8:27 pm

লঙ্কান প্রিমিয়ার লিগে আল-আমিনের ২ উইকেট

অনলাইন ডেস্ক :

রোববার শুরু হয়েছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছিল ক্যান্ডি ওয়ারিয়র্স ও ডাম্বুলা গ্ল্যাডিয়েটরস। ক্যান্ডির হয়ে খেলেছেন বাংলাদেশ দলের পেসার আল-আমিন হোসেন। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে ডাম্বুলা। ক্যান্ডির হয়ে দুইটি উইকেট শিকার করেছেন আল-আমিন। চার ওভারে ৩৬ রান খরচ করে ফেলেছেন তিনি। মূলত প্রথম ও শেষ ওভারটিই বেশি খারাপ হয়েছে তার। ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার আক্রমণে আসেন আল-আমিন। প্রথম বলেই বাউন্ডারি হজম করেন তিনি। ওভারের শেষ বলে আরও এক চারসহ মোট ১৪ রান দিয়ে বসেন তিনি। তবে দশম ওভারে দ্বিতীয়বার আক্রমণে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ান আল-আমিন। মাত্র দুই রান খরচ করে সাজঘরে পাঠিয়ে দেন ডাম্বুলার ইনিংসে ঝড় তোলা ফিল সল্টকে। আল আমিনের বলে বড় শট খেলতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে ফিরতি ক্যাচ দেন ২৭ বলে ৬৪ রান করা সল্ট। পরে ডেথে আবার আনা হয় আল-আমিনকে। ইনিংসের ১৮তম ওভারে দুর্দান্ত বোলিংয়ে মাত্র চার রান খরচায় তিনি তুলে নেন নুয়ানিদু ফার্নান্দোর উইকেট। তবে শেষ ওভারটি ভালো যায়নি। ইনিংসের ২০তম ওভারে জোড়া ছক্কাসহ ১৬ রান খরচ করেন আল-আমিন। ম্যাচটি হেরে গেছে আল-আমিনের দল ক্যান্ডি। ডাম্বুলার ১৯০ রানের জবাবে ৮ উইকেটে ১৭০ করে ক্যান্ডি। ক্যান্ডির একমাত্র আল-আমিনই ব্যাটিং পাননি।