অনলাইন ডেস্ক :
তিন বছর পর জাতীয় দলে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও সুযোগ পেয়ে গিয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে না পারায় তিনি শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন। তার জায়গায় সুযোগ পেয়ে যান সৌম্য সরকার। সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সাব্বির নাকি বিশ্বকাপ দলে থাকতে লবিং করেছিলেন! এরপর আর চুপ থাকতে পারেননি সাব্বির। লাইভে এসে জানান নিজের মতামত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে সাব্বির বলেন, ‘এসব কথা অযৌক্তিক। আমার খেলা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কথা বলতে পারেন। আমার জন্য এসব অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। কিন্তু বাইরের বিষয় নিয়ে লেখা অগ্রহণযোগ্য। তাই বাধ্য হয়ে লাইভে এসেছি। সোমবার (১৭ অক্টোবর) সকালে দেখলাম, দেশের অন্যতম বড় সংবাদমাধ্যম সমকাল লিখেছে, আমি নাকি টিম ম্যানেজমেন্টের কাকে ধরে দলে এসেছি। এমন করলে আমি তিন বছর দলের বাইরে থাকতাম না। তিন বছর আগেই দলে ঢুকতাম। ’ এসব সংবাদ প্রকাশের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়ে সাব্বির জানান, তিনি এখন ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন, ‘আমি সমকালের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এতদিন চুপ ছিলাম। কিছুই বলা হয়নি। এখন একটা পদক্ষেপ নেওয়া উচিত। এটা আমার ব্যক্তিস্বাধীনতার ওপর আক্রমণ করা হয়েছে। তাই ব্যবস্থা নেওয়া উচিত। দেশে এখন জাতীয় লীগ হচ্ছে। আমি ইনশাআল্লাহ তৃতীয় রাউন্ডে খেলব। চেষ্টা করব নিজেকে আবার গুছিয়ে ভালো খেলার জন্য। যে পর্যায়েই খেলি না কেন, দেশকে ভালো কিছু দেওয়াই আমার লক্ষ্য। ’
আরও পড়ুন
মেসির অনুকরণ করে ট্রফি নিয়ে শান্তর ঘুম
আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন
দল দেশে ফিরলেও ফিরছেন না সাকিব