October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 30th, 2023, 8:06 pm

লাইভ অনুষ্ঠানে কৈলাশের ওপর হামলা

অনলাইন ডেস্ক :

কর্ণাটকের হাম্পিতে লাইভ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হামলার শিকার হলেন জনপ্রিয় ভারতীয় গায়ক কৈলাশ খের। অনুষ্ঠান চলাকালীন কড়া নিরাপত্তা ভেদ করে পানির বোতল ছুঁড়ে মারা হয় গায়কের দিকে। যদিও ততক্ষণে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তবে ঘটনায় কৈলাশ কোন চোট পেয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, অনুষ্ঠান চলাকালীন দুই ব্যক্তি কৈলাশকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। কিন্তু গায়ক শুধু হিন্দিতে গান গাইলে প্রদীপ এবং সুরাহ নামে দুই স্থানীয় লোক নিজেদের দাবিতে গায়কের উপর আক্রমণ করা হয় বোতল ছুঁড়ে। পুলিশ রিপোর্ট অনুযায়ী, দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যদিও এখন পর্যন্ত এই গোটা বিষয়ে কৈলাশ খের ও তার দলের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। জানা গেছে, গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম্পি উৎসব। তাতেই যোগ দেন কৈলাশ। নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন যে তিনি হাম্পি উৎসবে পারফর্ম করতে যাচ্ছেন। নতুন বিজয়নগর জেলা গঠনের পর এই প্রথম কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হল সেখানে। যার উদ্বোধন করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাশ ছাড়াও আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পীরা। কৈলাশ খের বলিউডে অনেক হিট গান উপহার দিয়েছেন। তার অ্যালবামগুলোও বেশ জনপ্রিয় হয়েছে। কৈলাশের উপরে ঘটে যাওয়া ঘটনার নিন্দা করেছে তার ভক্তরা। সমালোচনা সুর সোশ্যাল মিডিয়াতেও। সূত্র: এনডিটিভি