October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 2nd, 2022, 7:20 pm

লাগামহীন কঙ্গনা

অনলাইন ডেস্ক :

কোনো বিষয়ে মন্তব্যে কঙ্গনা রানাউতের মুখে লাগাম থাকে না। রাখঢাক ছাড়াই অকপটে বলে যান নিজের কথা। টিভি অনুষ্ঠান সঞ্চালনায় আসার পরও নিজেকে এতটুকু বদলাননি এ বলিউড অভিনেত্রী। এর প্রমাণ মিলল রিয়েলিটি শো ‘লকআপ’ প্রচার শুরুর পর। কঙ্গনা রানাউতের সঞ্চালনায় এ রিয়েলিটি শো ঘিরে দর্শকের কৌতূহল বেড়েই চলেছে। কারণ এতে প্রতিযোগীদের সঙ্গে কঙ্গনা এমন সব বিষয় নিয়ে কথা বলছেন, যা রীতিমতো চমকে দিচ্ছে দর্শকদের। কঙ্গনা বলেছেন, ‘আমার এই লকআপ দেখার পর অনেকেই খুব ভয় পেয়েছেন। সবাই ভাবছেন, এবার বুঝি সবার মুখোশ খুলে গেল। যে জন্য বহু লোক পাঁচ আঙুলজুড়ে হাতজোড় করে অনুরোধ করছেন মুখ বন্ধ রাখতে। তবে শুধু পাঁচ আঙুলের লোক নয়; অনুরোধ করেছেন যাদের ছয়টা আঙুলও রয়েছে।’ এই ছয় আঙুলের মানুষ বলতে কঙ্গনা তার সাবেক প্রেমিক বলিউড অভিনেতা হৃতিক রোশানকেই বুঝিয়েছেন। আবার মনের বাসনা পূরণে তার দুই শত্রু নির্মাতা করণ জোহর ও একতা কাপুরকে কারাগারে পাঠানোর কথাও বলেছেন। কঙ্গনার এসব লাগামহীন কথার কারণেই ‘লকআপ’ নিয়ে চলছে নানা আলোচনা।